আলফাডাঙ্গায় প্রশাসনের উদ্যোগে রমজান উপলক্ষে ন্যায্যমুল্যের বাজারপবিত্র রমজান উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমুল্যের বাজার খোলা হয়েছে।
রবিবার ( ২ মার্চ) সকাল ৯ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। ন্যায্যমূল্যের এ বাজারে পাওয়া যাবে প্রতি কেজি গরুর গোস্তো ৬ শত ৫০ টাকা, সয়াবিন তেল ১শত ৭০ টাকা লিটার, প্রতি কেজি ছোলা ৯৩ টাকা ও খেজুর ১শত ৯০ টাকায়,প্রতি কেজি প্যাকেট চিনি ১২০ টাকা রমজান মাসে মাঝে মধ্যেই এ কার্যক্রম চলবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, প্রকৌশলী মো. রাহাত ইসলাম, কৃষি কর্মকর্তা তুষার সাহা, আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন প্রমুখ।