শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের এডাব এর আয়োজনে সরকারি ও এনজিও কার্যক্রম সমন্বয় জোড়দারকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুরে “বিশ্ব পানি দিবস-২০২৫ উদযাপন” বিএনপি মানুষের প্রত্যাশা পুরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, যুবদল নেতা আবু মাসুম বোয়ালখালীতে মাটি কাটায় ৫০হাজার টাকা জরিমানা সড়কে বেপরোয়া পরিবহন,পুলিশের দুই সদস্য আহত। গোপালগঞ্জে কোটালীপাড়া দিনে-দুপুরে ডাকাতি যুবককে হত্যা! গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আবুল কালাম আজাদ পূর্বাচল তিনশ ফিটে টংয়ের দোকানে চোরাই তেলের রমরমা ব্যবসা# পুলিশের নেই নজরদারি: দৈনিক আলোকিত বরিশাল পত্রিকায় বরিশাল কেডিসির মাদক বাণিজ্যের সংবাদ প্রকাশ করে প্রশংসায় ভাসছেন সর্বমহলের এড.নুরুলের সমর্থনে কুরবান নগর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরে ১৫০টাকা হালি লেবু দ্রব্য মূল্যের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি 

সোহেল আহমদ সাজু বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)
  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
18.7kভিজিটর

রমজানের প্রথম দিন থেকেই বিশ্বম্ভরপুরে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রয়োজনীয় সবজি বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। মাঝে কয়েক দিন দাম কমলেও গত দুই-তিন দিনের ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

রবিবার (২ মার্চ) সকালে বিশ্বম্ভরপুর, পলাশ, বাঘবের, ধনপুর, চিনাকান্দি, ফতেহপুর শক্তিয়ারখলা  বাজার ঘুরে দেখা যায়, করলা ও ঢেঁড়স এই দুটি সবজির দাম শতক ছুঁয়েছে।

এ ছাড়া অন্যান্য সবজি কিনতে ক্রেতাকে কেজিপ্রতি গুনতে হচ্ছে ৪০ থেকে ৮০ টাকা। সবজির মধ্যে প্রতি কেজি আলু ২৫ থেকে ৩৫ টাকা, পাকা টমেটো ৫  থেকে ১৫টাকা বিক্রি হচ্ছে। করলা ৬০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ১১০ টাকা, বিভিন্ন জাতের বেগুন ১০ থেকে ২০ টাকা, শিম ২০-৩৫ টাকা, শিমের বীজ ৫০ – ৮০ টাকা

বরবটি ২০-৫০  টাকা, পেঁপে ৪০ টাকা ও শসা ৩০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের ব্যবধানে প্রতি হালি লেবু ১০০ থেকে দাম উঠেছে ১৫০ টাকা পর্যন্ত, শসা ৩০ টাকা কেজি থেকে দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা।

ইফতারে ব্যবহার হয় এমন অনেক পণ্যের দাম বেড়েছে গত দুই দিনে।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা বড় আকারের এক হালি লেবুর দর হাঁকছেন ২০০ থেকে ২৫০ টাকা। অর্থাৎ প্রতি পিস লেবু ৫০ টাকা। আকারে ছোট লেবুর পিস কেনা যাচ্ছে ৩০থেকে ৩৫ টাকায়।

মোবারক হোসেন নামের এক ক্রেতা বলেন, বাজারে সব কিছুর দাম অনেক বেশি। ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি নেই। পাশাপাশি মাছ-মাংসের দামও অনেক। তাই, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

মাওঃ আনেয়ার হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘অন্য দেশে দেখি রমজানে পণ্যের দাম কমে যায়, কিন্তু আমাদের দেশে এর উল্টো ঘটে।

রমজানে যে হারে জিনিসের দাম বাড়ছে, যা সীমার বাইরে। এখন এক হাজার টাকা নিয়ে বাজারে এলে অনেক কিছুই কেনা হয় না।’

এ ব্যাপারে সুনামগঞ্জ  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)  দেবানন্দ সিনহা নিশাত বলেন, ‘রমজানে যেন বিভিন্ন পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। পণ্যের দাম তো অনেক কারণে বাড়ে। তবু আমাদের তদারকি চলছে যেন কেউ অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x