ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের শ্রীমান্তকাঠি রুনসী এলাকা থেকে দুই কেজি গাঁজা সহ মোসাম্মৎ হোসনেয়ারা কে আটক করে ঝালকাঠি ডিবি পুলিশ।
শনিবার (১১ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে শ্রীমান্তকাঠি রুনসী এলাকা থেকে দুই কেজি গাঁজা সহ স্থানীয় বাবুল খানের স্ত্রী মোসাম্মৎ হোসনেয়ারা (৪৫) কে আটক করেছে।
তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।তিনি বলেন, ‘পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল’র নিদের্শক্রমে ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই মাদকসহ কারবারীকে আটক করা হয়।
ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করা হয়েছে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।