হাটহাজারী উপজেলাধীন শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার ছিদ্দিক ড্রাইভারের বাড়ীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দেখতে গেলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এম এ সালাম।
ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের পুনঃ ঘর নির্মানে আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকী ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,শুক্রবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি অগ্নিকাণ্ডে তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।