পটুয়াখালীতে ধ্রুবতারা (DYDF) যুব সম্মেলন-২০২২ অনুষ্ঠিত সভাপতি টুম্পা সম্পাদক কাওসার।

স্টাফ রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধী
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
7.0kভিজিটর

পটুয়াখালীতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে যুব সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪.০০ টায় পটুয়াখালী জেলা স্কাউট ভবনে সংগঠনের জেলা শাখার সভাপতি ফারহানা মিশু টুম্পার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিইও “অমীয় প্রাপণ চক্রবর্তী অর্ক”

সম্মেলনে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ফারহানা মিশু টুম্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাইয়ান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসাইন অর্থ বিষয়ক সম্পাদক ও নারী শিশু বিষয়ক সম্পাদক দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পটুয়াখালী সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার , পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুর রশীদ , সম্মিলিত সাংস্কৃতিক জোট ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটর এজিএস অলি আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মো: হাসান শাহরিয়ার মাহমুদ রিজভী, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি(ভারপ্রাপ্ত) । এসময় উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পটুয়াখালী জেলা শাখার সদস্যবৃন্দ, গলাচিপা উপজেলার তরিকুল ইসলাম মুন্নাসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x