বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মনোনীত লোকপ্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সুয়াইব শাহীন।
মঙ্গলবার (০৮ নভেম্বর ) জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি সুব্রত ঘোষ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর স্বাক্ষরের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, মমিন মন্ডল, ফোরকান,যুগ্ম সাধারণ সম্পাদক , তানজিম তিথি,রেজা-ই রাব্বি, তানজিনা ঐশি,আমান ; সাংগঠনিক সম্পাদক ,ফয়সাল, তানবীর,শান্ত, রাকিব ; ট্রেজারার সুমন ; প্রচার সম্পাদক বিপু কুমার এবং দপ্তর সম্পাদক নিশাত আরা কামাল,রিতু মনি,আরিফ ; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাদ সদস্য কায়েস,শাওন,স্বর্ণা,রাশেল রানা,শাকিল, আকাশ,সুমাইয়া প্রমুখ।
নতুন কমিটির সভাপতি বলেন,সিরাজগঞ্জ আমাদের প্রাণের সংগঠন, আমাদের অস্তিত্ব। আমাদের এই প্রাণের সংগঠনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং সিরাজগঞ্জের সুনাম পুরো বেরোবিসহ, পুরো বাংলাদেশের ছড়িয়ে দিতে, আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব। আমরা এক, আর এই একতাই আমাদের শক্তি। এই বিশ্বাসে নিজেদের কার্যক্রম শুরু করবে আমাদের কমিটি। কমিটির সবাইকে ভালোবাসার এবং অভিনন্দন।
সাধারণ সম্পাদক বলেন,প্রথমেই বলতে চাই সিরাজগঞ্জ আমার জন্মভূমি, একটি আবেগ আর ভালবাসার নাম,যখন শুনি আমার জেলার থেকে কোনো ভাই বোন এখানে এসেছে সত্যি মনের মধ্যে এক অন্য রকম অনুভূতি তৈরি হয়,তাদের জন্যে কিছু করতে পারলে অনেক ভাল লাগে,বিগত বছরেও আমরা আমাদের ভাই বোনদের জন্যে অনেক কিছু করেছি এখন সামনেও করব আশা রাখি । বিগত বছরের সভাপতি সুব্রত ঘোষ দাদা এবং সেক্রেটারি ফয়সাল আহমেদ ভাই আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে তা আমরা যথাযত ভাবে পালন করব এবং আমরা সকলে এক সাথে কাজ করব আমার সিরাজগঞ্জ জেলার জন্যে, কমিটির সকলের প্রতি
অভিনন্দন ও শুভ কামনা,এগিয়ে যাক প্রাণের সিরাজগঞ্জ।
সাবেক সভাপতি সুব্রত ঘোষ বলেন,নতুনদের হাত ধরে নতুন প্রাণের সঞ্চার হোক , নতুনত্বের হাতেই নিরাপদ থাকুক যমুনার তীরের মেধাবী সন্তানেরা ।