সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ রেলি মাল্টিপারপাস পর্যন্ত প্রদক্ষিণ করা হয়। রেলি শেষে মাল্টিপারপাস প্রাঙ্গণে সমবেত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে এসো হে বৈশাখ শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা জামাতে ইসলামের নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ ও সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
বর্ষবরণ অনুষ্ঠানমালায় আরো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বাজার বণিক সমিতি, পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান আনন্দও উৎসব মুখর পরিবেশে উদযাপন করেন।
বিকালে উপজেলার গোবিন্দ নগর সরকারি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন বাজারের বণিক সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত ফুটবল খেলায় হাজার হাজার দর্শকগণ উপস্থিত থা।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.