সাপ্তাহিক চন্দনা পত্রিকার প্রতিনিধি সম্মেলন ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় ওয়াপদামোড় কাজী হারুন শপিং কমপ্লেক্সের নীচ তলা সাপ্তাহিক চন্দনার কার্যালয়ে এ ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সাপ্তাহিক চন্দনা পত্রিকার কর্মরত সাংবাদিক বৃন্দ বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ফরিদপুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক এস এম রুবেলে এর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ। এসময় তিনি বলেন, সাংবাদিকতা করতে তিনটা জিনিসের প্রধান্য বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সততা, সাহসীকতা, সৃজনশীলতা।
প্রতিনিধিদের বক্তব্যের সময় সাপ্তাহিক চন্দনার স্টাফ রিপোর্টার আশিনুজ্জামান খান রাতুল বলেন, সাংবাদিকতা কোনপেশা নয়, এটি একটি সম্মান।
দোয়া পরিচালনা করেন হাফেজ মো. সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকাটির স্টাফ রিপোর্টার মো. ইলিয়াস মোল্যা, আশিনুজ্জামান খান রাতুল, মো. রুবেল মিনা, আহসান হাবিব, আলফাডাঙ্গা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, সালথা প্রতিনিধি মো. নাজমুল হাসান, সাদিয়া আক্তার, নগরকান্দা প্রতিনিধি মো. মুমিনুল ইসলাম মুন্না, ফরিদপুর সদর প্রতিনিধি নুর আলম সিদ্দিকী প্রমুখ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.