ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় খেক্কর ব্রেক ফেল করে মোড় ঘুরতে সামনে থেকে আসা অটোভ্যানের সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
এতে খেক্কর চালক আলামিন পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা যায়।
পার্শ্ববর্তী গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের ওয়াজেদ মোল্যার সেজো ছেলে আলামিন।
গত ২৩ মার্চ ( রবিবার) বেলা ৫ টার দিকে আলফাডাঙ্গা বেড়িহাট সড়কে চর কঠুরাকান্দী নামক জায়গায় এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে, আলামিনের আলফাডাঙ্গা হতে পাড়াগ্রাম বাড়ি ফেরার পথে টাকি ইট ভাটার পরে ব্রেক ফেল করে চর কঠুরাকান্দি মোড় ঘুরতে গিয়ে সামনে থেকে আসা মন্টু নামক অটো ভ্যান চালককে সাইড দিতে গিয়ে খেক্কর উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।ঘটনা স্হলে একটি পা গোঁড়ালি থেকে সম্পুর্ন বি'চ্ছি'ন্ন হয়ে গেছে৷ অপর দিকে অটো ভ্যান চালক সুস্থ আছে জানা যায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের এসআই ইকবাল হোসেন ঘটনা পৌছানোর আগেই স্হানীয়রা উদ্ধার করে আলামিনকে স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেয়।তিনি আরো বলেন,খেক্কর টি ব্রেক ফেল করে মোড় ঘুড়তে গিয়ে উল্টে যায়।স্হানীয় ৪নং ওয়ার্ড মেম্বর মাহামুদ ফাজুল্লাহ রানার জিম্মায় রেখে দিয়েছি।
এদিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মো. আবিদ হোসেন বলেন, রুগির অবস্হা অবনতি হওয়ায় জরুরি চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়েছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.