চট্টগ্রামের বোয়ালখালীতে অভিনব কায়দায় সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার টাকা, মোবাইল ও ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে দুই মহিলা। আজ বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার বৃদ্ধা সুফিয়া বেগম জানান, গোমদণ্ডী ফুলতল থেকে তিনি লোকাল সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। গাড়িতে বোরকা পরিহিত দুই মহিলা বসেছিলেন। তারা ভাব জমিয়ে প্রলোভন দেখায়।
এরপর গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে আসার পর মোবাইলটি নিয়ে বৃদ্ধার ছবি তুলেন এবং ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কৌশলে কেটে পড়েন। তবে যাওয়ার আগে তার হাতে ২০ টাকা দিয়ে গেছে। বৃদ্ধা জানান, ব্যাগে ১০ হাজার টাকা ছিল। তার কোনো ছেলে নেই।
তিনি মেয়ের মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে এসেছিলেন পৌর সদর থেকে নিজের জন্য ওষুধ কিনতে। বৃদ্ধা সুফিয়া বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপের মসজিদ ঘাট এলাকার ছোবান বাপের বাড়ির আব্দুল শুক্কুরের স্ত্রী।
এর আগে গত ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামের পাশের মো. এস্কান্দরের ফলের দোকান থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়ে গেছে প্রায় ৪৪ হাজার টাকা। এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি ভুক্তভোগীরা।
তারা জানান, অভিযোগ দিয়ে কি হবে। ছাগলের জন্য মহিষ মানত করে বরং উল্টো ক্ষতির মুখে পড়তে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারিসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.