জাতীয় পরিচয়পত্র(এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে - 'রক্তে গড়া এনআইডি কোথাও নিতে দিবো না, এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়,' 'দাবি মোদের একটাই ইসির অধীনে এনআইডি চাই, এনআইডির পিছু ছাড়'এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি শ্লোগান দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, উপজেলা নির্বাচন অফিসার এহসান আহমদ, রুপান্তর,আস্হা প্রকল্পের জেলা সমন্বয়কারী লাভলী সরকার (লাবন্য)সহ প্রমুখ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.