ফরিদপুরের বোয়ালমারীতে নাফিজ ও তারিকুল নামে দুই যুবকের গলায় ছুরি ঠেকিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাইকারীর প্রধান আসামী কাকন মিয়া, ও মাসুদ মোল্যাকে থানা পুলিশ গ্রেফতার করে মোটরসাইকেল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে আসামী আটকসহ মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছেন। এর আগে ২৬ ফেব্রুয়ারী উপজেলার শিবপুরের হেলিপোর্ট এলাকায় কাকনসহ ৪/৫ জন দূর্বৃত্ত নাফিস ও তারিকুল ইসলাম নাম দুই যুবকের গলায় ছুরি ঠেকিয়ে মোটরসাইকেল মোবাইল ছিনতাই করে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর চাচাতো ভাই সোহান বিশ্বাস। পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বির সহযোগীতায় কাকনের কাছ থেকে ভুক্তভোগীদের একটি মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে দেয়া হয়। পরে পুলিশ সেনা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে আরেকটি মোটরসাইকেলসহ ছিনতাইকারীর ২ জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মামলা পরে অভিযান শুরু করি। বৃহস্পতিবার গতরাতে ছিনতাইকারীর ২ জনকে অভিযান চালিয়ে আটক করে মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.