গত ২৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার পিরোজপুর জেলাব্যাপী যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপিত হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকায় সার্কিট হাউজ প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।উক্ত র্যালিতে পিরোজপুর জেলা প্রশাসকসহ অনেক কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপরে সকাল ১০:৩০ মিনিটের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য দেন পিরোজপুর জেলার স্বনামধন্য জেলা প্রশাসক আশরাফুল আলম খান।
পিরোজপুর জেলা প্রশাসক সাংবাদিকদের কে বলেন আমি স্থানীয় সরকারের সংস্থাগুলোকে জনবান্ধব সেবামুখী করে গড়ে তোলাসহ জনগণকে সুপেয় পানি প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং রাস্তাঘাট মেরামত ও খাল নিষ্কাশনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যেই।এছাড়াও জেলা প্রশাসক আরো বলেন আমি সকলের সহযোগিতা নিয়ে পিরোজপুর জেলাকে একটি আধুনিক মডেল জেলা হিসেবে রেখে যেতে চাই।
পিরোজপুর জেলা প্রশাসক যোগদান করার পর অনেক জনবান্ধব মূলক কাজ করে ইতিমধ্যেই পিরোজপুর জেলার সর্বসাধারণের ভূয়ষি প্রশংসার অধিকারী হয়েছেন বলে সাংবাদিকদেরকে জানান কয়েকজন সচেতন স্থানীয়রা।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.