চট্টগ্রামে বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্বাস্থ্য বিভাগীয় মিলনমেলা, পিঠা প্রতিযোগিতা উদ্বোধন করা হযেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন, ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার,
আলোচনা শেষে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা প্রতিযোগিতা পরিদর্শন, কেক কাটা, পুরস্কার বিতরণ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার সুজন কান্তি দাস, বোয়ালখালী উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় ডাঃ জাফরিন জাহেদ জিতি বলে-
এখানে এখন থেকে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, স্ক্রিনিং সহ রক্ত পরিসঞ্চালন এর সকল ব্যবস্থা করা হয়েছে। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই প্রথম সরকারি বা বেসরকারিভাবে রক্ত পরিসঞ্চালন ইউনিট চালু হলো। ইতোপূর্বে এই কাজে রোগীদের সরাসরি চট্টগ্রাম মেডিকেল যাওয়া ছাড়া গত্যন্তর ছিলো না। এখন থেকে রক্তরোগের রোগী যাদের রক্ত পরিসঞ্চালন প্রয়োজন তাঁরা ডাক্তারের পরামর্শ থাকলে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন করতে পারবেন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.