রমজান মাস শুরুর আগ মূহুর্তে রোজাদারদের নিরাপদ খাবার নিশ্চিত করতে বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খেজুর জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল।
সোমবার সকাল দশটায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ মেয়াদ উত্তীর্ণ খেজুর বিনষ্ট করা হয়। তবে এর আগে বৃহস্পতিবার রাতে পৌরশহরের চৌরাস্তা হাফিজুর রহমানের গোডাউনে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ৯০ কেজী খেজুর জব্দ করা হয়। জব্দ করা সে খেজুর গুলো পরিক্ষার করে অস্বাস্থ্যকর ও মেয়দ উত্তীর্ণের সত্যতার মিল পাওয়া যায়। পরে সোমবার (২৪.০২.২৫) জব্দকৃত খেজুর ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) গোলাম রব্বানী সোহেল।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.