গোপালগঞ্জে ট্রাক চাপায় রাশেদ মোল্লা (২৫) নামে এক নিমার্ণ শ্রমিক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মাদ সাজেদুর রহমান জানান, কাজ শেষে বাইসাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন শ্রমিক রাশেদ। এ সময় কাজুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠায়। নিহত রাশেদ মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক। পরে প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।