রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অনুমতি ছাড়াই একটি সরকারি পাকা রাস্তা কেটে সেচ পাইপ স্থাপন করেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ একটি প্রতিবেদন দাখিল করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।উপজেলা এলজিইডির প্রতিবেদন অনুযায়ী, বড়বিল ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণ পানাপুকুর সড়কে সেচ পাইপ স্থাপন করা হয়েছে। তবে, সড়কটি এলজিইডির আওতাভুক্ত হওয়ায় এ ধরনের কাজের জন্য তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল, যা বিএমডিএ নেয়নি। ফলে, সরকারি বিধিমালা লঙ্ঘিত হয়েছে।স্থানীয়রা অভিযোগ করছেন, জনবহুল এই সড়কে সবসময় ভারী যানবাহন চলাচল করে। রাস্তা কেটে পাইপ স্থাপন করায় এখন সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, যেখানে আগে থেকেই বিএডিসি অনুমোদিত চারটি সেচ ব্যবস্থা বিদ্যমান, সেখানে নতুন পাইপ স্থাপন সরকারি অর্থের অপচয় বলে মনে করছেন তারা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন,”রাস্তা কাটার বিষয়ে স্থানীয়দের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”এলজিইডি কর্তৃপক্ষও জানিয়েছে, অনুমতি ছাড়া রাস্তা কাটার বিষয়টি গুরুতর অনিয়ম এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।স্থানীয়রা অবৈধভাবে স্থাপিত পাইপ দ্রুত অপসারণ, রাস্তা সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ জনগণের ভোগান্তি কমে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়।