শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গোপালগঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার-৫ জন বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা বোয়ালখালীতে দুই ডাকাত গ্রেপ্তার নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্বম্ভরপুরে নদীতে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উটেছে শিবচরে আলোচিত ভ্যানচালক মিজান গাজী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে ভ্যানচালক মিজান গাজী হত্যার রহস্য উদঘাটন গণহত্যার দায়ে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ বিশ্বম্ভরপুরে ইরা সংস্থার মালালা ফান্ডের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত চট্টগ্রামে শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি

পত্নীতলায় শিক্ষা কর্মকর্তাকে হুমকি, কলেজ শিক্ষকের অডিও আব্দুর রশিদ তারেক নওগাঁ

আব্দুর রশিদ তারেক নওগাঁ
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
13.5kভিজিটর

নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  

অডিও রেকর্ড অনুযায়ী, নজরুল ইসলাম বাচ্চু বলেন, শিক্ষা কর্মকর্তা তার কলেজে এসে ল্যাব পরিদর্শন করেছেন এবং তাকে খুঁজেছেন, যা তাকে ক্ষুব্ধ করেছে। তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার হিসেবে পরিচয় দেন এবং বলেন, তিনি রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে ব্যবস্থা নেবেন।  

শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন নির্দেশে তিনি গত ২৯ জানুয়ারি চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজে ল্যাব পরিদর্শনে যান এবং পরিদর্শনের রিপোর্ট পাঠিয়ে দেন। এরপরই সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চু তাকে ফোন করে হুমকি দেন ও গালিগালাজ করেন। শিক্ষা কর্মকর্তা বলেন, এই বয়সে এসে এমন অপমানজনক পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো ভাবেননি এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন।  

অন্যদিকে, কলেজ শিক্ষক নজরুল ইসলাম বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, সেদিন তিনি অসুস্থ থাকায় কলেজে যাননি। পরে সহকর্মীদের কাছ থেকে শুনে ক্ষুব্ধ হয়ে শিক্ষা কর্মকর্তাকে ফোন দেন। তিনি দাবি করেন, শিক্ষা কর্মকর্তা তার সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই তিনি রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, এটি তার কথার ধরন মাত্র, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।  

এদিকে, সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি ও গালিগালাজের ঘটনায় স্থানীয় শিক্ষা বিভাগে উত্তেজনা ছড়িয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  

শিক্ষা দপ্তরের কর্মকর্তারা মনে করছেন, একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া প্রশাসনিক শৃঙ্খলা লঙ্ঘন এবং এটি শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা চান, এ ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।  

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।  

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বাচ্চুর সমর্থকেরা বলছেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ঘটনা মাত্র, যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x