রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গাটিয়া মন্টুর বাড়ির পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি ট্রলি আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ট্রলি চালক হাফিজার রহমানকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের বিপর্যয় ঘটে, নদীভাঙন বৃদ্ধি পায় এবং জনজীবন হুমকির মুখে পড়ে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ে। প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে এই সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশাবাদী।