গোপালগঞ্জে বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত ও ১০জন আহত হয়েছে।আজ রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক মোঃ আব্দুল্লাহ গাজী(১৬) চন্দ্রদিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে । দুর্ঘটনায় আহত ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ট্রলি চালক ও হেলপারসহ ৬জন মারাত্মক আহত । স্থানীয়রা আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোঃ আব্দুল্লাহ গাজীকে মৃত ঘোষনা করেন।