ক্রীড়া নৈপুন্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানে কালিকুটি নাজিমিয়া মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮ ঘটিকায় কালিকুটি নাজিমিয়া মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সাধারণ সম্পাদক, নাগরী ইউনিয়ন বিএনপি. কালীগঞ্জ, গাজীপুর মোঃ জাহাঙ্গীর আলম (পলাশ),
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি কালীগঞ্জ, গাজীপুর মোঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক , নাগরী ইউনিয়ন যুবদল মোঃ আলমগীর হোসেন এবং সহ-সভাপতি ১নং ওয়ার্ড বিএনপি মোঃ রাশেল ভূইয়া।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহিত করতে হবে।
বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পুরষ্কার বিতরন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় মাদ্রাসা বর্তমান ও প্রাক্তন শিক্ষক- শিক্ষিকা, ছাত্র, অভিভাবক, ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ ও সুধীজন এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিত ছিলেন।