বানারীপাড়া উপজেলার মুরারবাড়ি বাজারের দুইটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার সকাল আনুমানিক ৭টার সময় এই আগুন লাগার খবর পাওয়া গেছে।এবং মুহূর্তের মধ্যে তা আসেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নেভানোর কাজ করেছে, এবং বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।আগুনে বাজারের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।তবে ধারনা করাগেছে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্থ সূত্রে জানা যায় দুইটি দোকানে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার পণ্য এবং নগদ টাকা ছিলো।দোকান দুইটি পাইকারী ইলেকট্রনিকস পণ্য সরবরাহ করতো।দোকান মালিক মাখম সরকার ও প্রফুল্ল্য বিশ্বাস বলেন তাদের পড়নের কাঁপড় ছাড়া সব পুড়ে শেষ হয়েগেছে।শারিরীক এবং মানষিক ভাবে তারা ভেঙে পড়েছে।
১ নং বিশারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (শান্ত) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারীভাবে সহয়তা করার আশ্বাস দেন।