শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের আজ পবিত্র শবে বরাত বোয়ালখালীতে যুবলীগ নেতা আটক কালুরঘাট সেতু উপর রেলওয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মোটরসাইকেল টোল বন্ধ : সেনাবাহিনী ক্যাম্প কর্মকর্তা বোয়ালখালীতে আগুনে পুড়ছে তিন ঘর চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ৪৮ লাখ টাকার চেক দিলেন জেলা প্রশাসক কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর প্রকল্প পরিচালক নিয়োগ পেলেন আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে প্রতিবাদ সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার-৫ জন বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা বোয়ালখালীতে দুই ডাকাত গ্রেপ্তার

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে জনজীবনে ভোগান্তি

আব্দুর রশিদ তারেক নওগাঁ
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
16.4kভিজিটর

নওগাঁয় মৃদু শৈত প্রবাহে কনকনে শীতে জনজীবনে বেড়েছে ভোগান্তি। দিনের বেলা বইতে থাকা হিমেল হাওয়ার কারণে চরম কষ্টে পড়েছেন জেলার খেটে খাওয়া দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকশা ও ভ্যান চালকেরা।

ফলে দিনমজুরদের আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। শীতের কারণে মাঠে মাঠে ইরি, বোরো চাষাবাদ অনেকটাই বিলম্বিত হচ্ছে। এ ছাড়া ডায়রিয়া, আমাশয়, শ্বাসকষ্টসহ বাড়ছে শীতজনিত রোগ।

নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

নওগাঁর বরুনকান্দি এলাকার চাষি আইনুল হক বলেন, কয়েকদিন ধরেই নওগাঁয় আবারও শীত পড়েছে। এই কনকনে শীতের কারণে চলতি মৌসুমের ইরি, বোরো রোপনের জন্য জমি ভেজানো, হাল চাষ, চারা রোপন অনেকটাই বিলম্বিত হচ্ছে। এ ছাড়া শীতের কারণে মাঠে কাজ করতে চাইছে না কৃষি শ্রমিকেরা। এ অবস্থায় শ্রম মজুরি ১০০ থেকে দেড়শ টাকা বাড়িয়ে দিয়ে কাজ করাতে হচ্ছে।

নওগাঁ শহরতলীর কাঠালতলী এলাকার রিকশাচালক একরামুল হক বলেন, ‘প্রচণ্ড শীতের কারণে সকালে ঘর থেকে বের হতে খুব কষ্ট হয়। এর সাথে হিমেল বাতাসে হাত, পা যেন বাঁকা হয়ে আসে। এ অবস্থায় যাত্রী কমে যাওয়ায় আমাদের আয় কমে অর্ধেকে নেমে এসেছে। একই অবস্থা দিনমজুরদের।’

নওগাঁ সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আনছার আলী বলেন, শীতের কারণে বাড়ছে  ডায়রিয়া আমাশয়, শ্বাসকষ্টসহ বাড়ছে শীতজনিত রোগ। শীত জনিত নানারোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, শীতে জেলায় মানুষজনের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসন ও স্থানীয়ভাবে সংগৃহিত প্রায় ৭৫ হাজার শীত বস্ত্র দরিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এখন ও শীতাত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছে।

নওগাঁ বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, উত্তরের হিমেল বাতাসে মৃদু  শৈত্য প্রবাহের কারণে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলায় তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিস্কার থাকলেও শৈত প্রবাহের কারণে তাপমাত্রা আরও কিছুটা নিচে নামতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x