ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যাওয়ায় গোপালগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আজ শুক্রবারসহ( ২৪ জানুয়ারী) গত ২ দিন ধরে গোপালগঞ্জে দেখা যায়নি সূর্যের মুখ। ভোর থেকে জেলা জুড়ে কুয়াশাচ্ছন্ন থাকায় ও হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে খেটে খাওয়া মানুষ ও দিন মজুরেরা।
থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ।