রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নুরজাহান অটো রাইস মিল ও বায়ো এগ লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির অভিযোগে জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নুরজাহান অটো রাইস মিলকে ২০ হাজার টাকা এবং বায়ো এগ লিমিটেডকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।এলাকাবাসীর অভিযোগ, দুটি প্রতিষ্ঠান ক্যামিকেলযুক্ত পানি, মুরগির বিষ্ঠা এবং ধানের চিটা সরকারি নালায় ফেলে পরিবেশ এবং বায়ু দূষিত করছে।
এতে এলাকার পানির রং হলুদ হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং জনসাধারণের বসবাসে অস্বস্তি সৃষ্টি হয়েছে। দূষিত পানি পান করে অনেক গবাদি পশু মারা গেছে, এবং বাসিন্দারা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, “প্রাকৃতিক পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি যে, সকল প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালানোর সময় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করে।
আমরা অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ তদন্ত করি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। প্রতিষ্ঠান দুটি পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তাদের জরিমানা করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের দূষণ কার্যক্রম বন্ধ হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ পরিবেশের ওপর চাপ সৃষ্টি না করে তাদের কার্যক্রম চালাবে।
এলাকার বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানালেও তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।