রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ যখন উন্নয়ন ও সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে, তখন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে গ্রাম পুলিশের (দফাদার) নেতৃত্বে গড়ে ওঠা মাদক সাম্রাজ্যের অভিযোগ উদ্বেগ সৃষ্টি করেছে। আশিকুর রহমান সোনা নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
তাদের দাবি, সোনার প্রত্যক্ষ মদদে তার ভাই, ভাতিজা এবং পরিবারের অন্যান্য সদস্যরা মাদক ব্যবসায় জড়িত।এলাকার সাধারণ মানুষের মতে, মর্নেয়া ইউনিয়ন মাদক ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে। গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকের অবাধ লেনদেন ও সেবন তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আশিকুর রহমান সোনা নিজে মাদক মামলার আসামি।
তার ভাই, ভাতিজা ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে শিকার হতে হয় হুমকি-ধমকির।এক ভুক্তভোগী মো. আজিজুল ইসলাম সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি বলেন, “আশিকুর রহমান সোনা মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করছে। তার পরিবারের সক্রিয় অংশগ্রহণের কারণে মাদক ব্যবসা বন্ধ করা যাচ্ছে না।
আমি এর সঠিক তদন্ত ও কঠোর শাস্তি দাবি করছি।”এলাকার এক বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “সোনা চৌকিদারই মাদক ব্যবসার মূল হোতা। তাকে আইনের আওতায় আনলে মাদক ব্যবসার মূলোৎপাটন সম্ভব হবে।”অন্যদিকে ফারুক হোসেন বলেন, “গ্রাম পুলিশ সোনার নেতৃত্বে তার ভাই ও ভাতিজারাই মাদক ব্যবসা চালায়। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেয়, তবে আমরা শান্তিতে থাকতে পারব।
“উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, “পত্রিকার মাধ্যমে এবং স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”মর্নেয়া ইউনিয়নের মানুষের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে আশিকুর রহমান সোনা ও তার পরিবারের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা প্রশাসনের প্রতি আস্থা রেখে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
মাদক শুধু একটি অঞ্চলের নয়, পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে। গঙ্গাচড়ার এই সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। প্রশাসনের সঠিক পদক্ষেপই পারে মাদক ব্যবসার শিকড় উপড়ে ফেলে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে।এখন দেখার বিষয়, স্থানীয় প্রশাসন কত দ্রুত এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মর্নেয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে পারে।