শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের আজ পবিত্র শবে বরাত বোয়ালখালীতে যুবলীগ নেতা আটক কালুরঘাট সেতু উপর রেলওয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মোটরসাইকেল টোল বন্ধ : সেনাবাহিনী ক্যাম্প কর্মকর্তা বোয়ালখালীতে আগুনে পুড়ছে তিন ঘর চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ৪৮ লাখ টাকার চেক দিলেন জেলা প্রশাসক কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর প্রকল্প পরিচালক নিয়োগ পেলেন আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে প্রতিবাদ সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার-৫ জন বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা বোয়ালখালীতে দুই ডাকাত গ্রেপ্তার

মধুপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতার ৫ টি মোটর সাইকেল উদ্ধার

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
16.5kভিজিটর

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর সাকিনস্থ এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি নীল রঙের SUZUKI
, কোম্পানীর SUZUKI Hayate Ep মোটর সাইকেল (যাহার ইঞ্জিন নং-AEA1-141280, চেচিস নং-RMBL-NE44D-110048), যাহার মূল্য অনুমান ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা।

তিনি মসজিদের বাহিরে ঘাড় লক করিয়া রাখিয়া মসজিদে এশার নামাজ পড়ার জন্য যান। একই তারিখ রাত অনুমান ০৭:৩০ ঘটিকায় এশার নামাজ শেষ করিয়া বাহির হইয়া দেখেন যে, উক্ত স্থানে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই

। এব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করেন। মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জিডির সুত্র ধরে বিভিন্ন কৌশলে তদন্ত শুরু করেন।


উক্ত ঘটনায় সাথে জড়িত সন্দেহে মাগন্তিনগর এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা(৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে তার দেয়্ তথ্য অনুযায়ী বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নান্দিনা চর এলাকার বাদশা মিয়ার ছেলে মোনারুল হাসান মজনু (২৮) একই এলাকার ইলিয়াসকে জামালপুরের সরিষাবাড়ী রেলরাইল হতে একটি চোরাই মোটর সাইকেল সহ আটক করা হয।


তাদেন দেয়া তথ্য অনুযায়ী সারিযাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মধুপুর হতে হেফাজতে নেযা রানার সহযোগিতায় চুরি হওয়া আরও দুটি মোটরসাইকেল শারিয়াকান্দি থানার চরছনপুচা এলাকা হতে আয়েন উদ্দিনের ছেলে হারুনুর রশিদের নিকট হতে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

তার তথা মতে জামালপুর জেলার ছোনটিযা বাজারের শাহজাহান আলীর ছেলে হরেজ আলী(৪৩) এর নিকট হতে আরও একটি মোটরসাইকেল উদ্ধার সহ মোট ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় জড়িত উক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মধুপুর থানার মামলা নং ৯, তারিখ ২০-১-২০২৫।

আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ইদিলপুর এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি
নীল রঙের SUZUKI মোটর সাইকেল চুরি হওয়ার পর মধুপুর থানায় গত ১৭ জানুয়ারী একটি জিডি করেন। জিডির সুত্র ধরে মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ এর নেতৃত্বে একটি টিম গঠন করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন।

এরই ফলশ্রতিতে ২০ জানুয়ারী সন্দেহ ভাজন মাগন্তি নগর এলাকার আনোয়ার হোসেন রানাকে পুলিশ হেফাজতে নিয়ে আনোয়ার হোসেন এর স্বীকারোক্তিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এবং তাদের হেফাজতে থাকা ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদুঃসাহসিক অভিযানটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x