শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের চৌমোহনাআদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সুমন বাহাদুর শামীম শিবচরে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবচরে এক তরুণীর রহস্যজনক মৃত্যু সরকারি জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য হলেন অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী গোপালগঞ্জ ৪ গা‌ড়ী সং*ঘর্ষ নিহত ১জন বোয়ালখালীতে ঈগল উদ্ধার ৯৪ বছরের পুরানো কালুরঘাট সেতুর টোল ইজারা বাতিলের দাবী—– যাত্রী কল্যাণ সমিতির কালুরঘাট সেতু আন্দোলনের মুখে মোটরসাইকেলের টোল আদায় আপাতত বন্ধ গঙ্গাচড়ায় বে-আইনি নির্দেশে সরকারি রাস্তা খনন:দোষীদের শাস্তির দাবি গোপালগঞ্জে কোটালীপাড়া কবরস্হান থেকে ৩ টি লাশ চুরি

দিরাইয়ের সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল সাময়িকভাবে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
17.6kভিজিটর

অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার (ই্উনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে তার স্বীয় চেয়ারম্যানী পদে থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ১৬ই জানুয়ারী স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ও স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা হতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এই আদেশ প্রদান করা হয় এবং সাময়িকভাবে বরখাস্তের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহনের পর ক্ষমতার অপব্যবহার করে জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা তার আপন দাদা মৃত আসকির মিয়ার নাম বদল করে সেই জায়গাতে তার পিতামৃত আব্দুল মতলিবের নাম লাগানো হয়।

এতে চেয়ারম্যানের আপন দুই চাচাতো ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার সহোদর সাংবাদিক জুহান প্রতিবাদ করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে দিরাই শহরের আরামবাগ এলাকায় সাংবাদিক দুই সহোদর জাকারিয়া হোসেন জুসেফ ও জুহানের বাসায় প্রবেশ করে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি তাদের কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর রক্তাক্ত করে চলে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

এই ঘটনায় আগত সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর ৩২৩/৩২৫/৩২৬ ধারায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে প্রধান আসামী করে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৮৫/২৩ইং।

মামলা দায়েরের পর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল আদালতে আত্মসমপর্ণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জর করে কারাগারে পাঠান। ২৪দিন কারাবরণ শেষে চেয়ারম্যান জামিনে মুক্ত হলেও বিজ্ঞ আদালম মামলাটি আমলে নিয়ে চার্জশিঠ দিলে স্থানীয় সরকার মন্ত্রনালয় এই তথ্যর ভিত্তিতে সত্যতা প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া মন্ত্রনালয়ের নির্দেশে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x