ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগে,বিএনপি সাধারণ জনগনের নামসহ ১৭০ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে.।এ তালিকা থেকে বাদ পড়েনি গণমাধ্যম কর্মীরা ও নিরীহ জনগণ।
গত বুধবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে পৌর এলাকার বুড়াইচ পূর্বপাড়ার বাসিন্দা ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ মামলাটি করেন।লাভলু পেশায় একজন ভ্যান চালক।
এই মামলায় এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. ইকবাল জিহাদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পৌর এলাকার ৫ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি ইছাপাশা গ্রামের তফসির উদ্দীন শেখের ছেলেই ইকবাল জিহাদ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে থানার অফিসার ইনচার্জ মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে জানাযায়, গত ২০২৪ সালের (১৩ আগস্ট) শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসামীরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা পৌর বাজারের চৌরাস্তায় যানবাহন ভাংচুর করে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া আসামিরা বিএনপির নেতাকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
পরিবারের পক্ষ থেকে দাবী মো. ইকবাল জিহাদী বর্তমানে জাতীয়তাবাদী যুবদল আলফাডাঙ্গা পৌর শাখা ৫ নং ওয়ার্ড সহ সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছে।তিনি সারা জীবন বিএনপি কর্মী ও নেতা ছিলেন বলে আরো দাবি করেন।
এ মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা,আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল হাসান চুন্নু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বহিস্কৃত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার,গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা উপজেলা দৈনিক কালবেলা প্রতিনিধি ও আওয়ামী নেতা মো.তারিকুল ইসলাম,টগরবন্দ ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক কাজী কামরুল, বোয়ালমারী উপজেলা সাতৈর গ্রামে বিএনপি কর্মী এবং রাজধানী ও চ্যানেল A1 স্টাফ রিপোর্টার সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ (তুষার),সাংবাদিক ও আওয়ামিলীগ কর্মী মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো,আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ,সহ আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭০ নেতাকর্মী।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান,বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় হয়েছে।ঐ রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জাতীয়তাবাদী যুবদল আলফাডাঙ্গা পৌর শাখা ৫ নং ওয়ার্ড সহ সভাপতি মো. ইকবাল জিহাদী ছবি