গোপালগঞ্জে কাশিয়ানীতে খেজুরের রস খেতে রেরিয়ে প্রাণ হারাল তিন বন্ধু। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এই বন্ধু নিহত হয়।নিহতরা হলো-বিষ্ণু দাসের ছেলে দিপু দাস(১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ(১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা(১৮)। এদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল ৬টার দিকে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আজ ছিল ঘন কুয়াশা। এর মধ্যে তিন বন্ধু মোটরসাইকেলে করে বের হয় খেজুরের রস খেতে। পথে ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।ঘটনার পরপর বেশ কিছু সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে।পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।