শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গোপালগঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার-৫ জন বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা বোয়ালখালীতে দুই ডাকাত গ্রেপ্তার নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্বম্ভরপুরে নদীতে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উটেছে শিবচরে আলোচিত ভ্যানচালক মিজান গাজী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে ভ্যানচালক মিজান গাজী হত্যার রহস্য উদঘাটন গণহত্যার দায়ে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ বিশ্বম্ভরপুরে ইরা সংস্থার মালালা ফান্ডের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত চট্টগ্রামে শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি

গঙ্গাচড়ায় জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18.6kভিজিটর

রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাইকান ডাক্তারপাড়া এলাকায় পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় আহত নাজমা বেগম (৩৬) গঙ্গাচড়া মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে এজহার দায়ের করেছেন।নাজমা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিলেন তিনি এবং তার পরিবার। তবে জমিটি দখলের পাঁয়তারা করছিল স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিসি বৈঠক ও সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন করা হয়।অভিযোগে বলা হয়, গত ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে আসামি মোঃ জাকেরুল ইসলাম (৩৫) সীমানা খুঁটি উপড়ে জমি দখলের চেষ্টা করেন। নাজমা বেগম ও তার ছোট ভাই হাছানুর রহমান বাধা দিলে জাকেরুল তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে, ছয়জন আসামি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালান।হামলায় নাজমা বেগমের কপালে লোহার রডের আঘাতে গভীর জখম হয়। তার ছোট ভাই হাছানুর রহমানের মাথা, ডান পা এবং হাতে গুরুতর আঘাত লাগে। নাজমা বেগম অভিযোগ করেন, এক আসামি তার শ্লীলতাহানির চেষ্টা করেন এবং আরেকজন তার মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

হামলায় তার মা গুরুতর আহত হন এবং শ্বাসরোধের চেষ্টা চালানো হয়।স্থানীয়রা জানান, ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে। আহতদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নাজমা বেগম জানান, “আমাদের পৈত্রিক জমি দখলের ষড়যন্ত্রে আসামিরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x