শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গোপালগঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার-৫ জন বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা বোয়ালখালীতে দুই ডাকাত গ্রেপ্তার নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্বম্ভরপুরে নদীতে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উটেছে শিবচরে আলোচিত ভ্যানচালক মিজান গাজী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে ভ্যানচালক মিজান গাজী হত্যার রহস্য উদঘাটন গণহত্যার দায়ে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ বিশ্বম্ভরপুরে ইরা সংস্থার মালালা ফান্ডের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত চট্টগ্রামে শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি

প্রকল্পের তথ্য দিতে উপজেলা প্রকৌশলীর গড়িমসি।

মেহেদী হাসান স্টাফ রিপোর্টারবরগুনা
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
19.4kভিজিটর

আমতলী উপজেলায় প্রকল্প ও অর্থ বরাদ্দ–সংশ্লিষ্ট সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি করেন এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী। তথ্য অধিকার আইনে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এমন তথ্য।এর বাইরে অন্য যেকোনো তথ্যের জন্য আবেদন পাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে হবে।নির্দিষ্ট কিছু তথ্য ছাড়া কারও আবেদনের পরিপ্রেক্ষিতে সব তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বিভিন্ন প্রকল্প ও অর্থ বরাদ্দ–সংশ্লিষ্ট তথ্য দিতে বেশি গড়িমসি করেন উপজেলার এলজিইডি কর্মকর্তারা।

২০২৪ সালে ১৮ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে তথ্য না পেয়ে সংক্ষুব্ধ মোঃ মহসিন মাতবর জানান, উন্নয়ন প্রকল্পে নানা ধরনের বড় বড় দুর্নীতি হয় বলে অভিযোগ আছে।তাই প্রকল্পের তথ্য দিতে কর্মকর্তারা গড়িমসি করেন।

প্রকল্পের তথ্য দিতে শুধু গড়িমসি নয়, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হয়রানিও করেন এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী।

দৈনিক কালবেলা –এর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম বলেন, এলজিইডি একটি উন্নয় প্রকল্পের আওতায় রাস্তা নির্মানের কার্যাদেশ সংক্রান্ত তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গত ১২ জানুয়ারি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান।আবেদন জমা দিতে চাইলে তাঁকে অপেক্ষা করতে বলা হয়।একপর্যায়ে এলজিইডি উপজেলা প্রকৌশলী আবেদন জমা না নিয়ে বরগুনা জেলা কার্যালয়ে জমা দিতে বলে ফিরিয়ে দেন।

উপজেলা দূর্নীতি দমন কমিশন (দুদক) সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূহ আলম নবীন বলেন, দেশে দুর্নীতির যে ক্ষেত্রগুলো আছে, তার অন্যতম উন্নয়ন প্রকল্পগুলো ঘিরে। আর প্রকল্পসংক্রান্ত তথ্য দিতে কর্মকর্তাদের গড়িমসি সেটারই প্রতিফলন বলে মনে করা যেতে পারে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলমকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।

বরগুনার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান বলেন,তথ্য চাইলে দিতে হবে না দেয়ার কোন সুযোগ নেই।

মেহেদী হাসান স্টাফ রিপোর্টার ০১৭২১১৩৯৫৩৪

ছবি;

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x