শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের বিআরটিএ’র নতিস্বীকার, তান্ডবকারী সিএনজি চালকদের আন্দোলনে : যাত্রী কল্যাণ সমিতি আলফাডাঙ্গায় কুকুর জবাই করে মাংস বিক্রি অভিযোগ বোয়ালখালীতে ইউনিয়ন যুবলীগ নেতা আটক সারোয়াতলী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দলের নাম ভাঙিয়ে নলছিটিতে ছাত্রদল আহবায়ক রনির বেপরোয়া চাঁদাবাজি কুয়াকাটায় শত কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে প্রশংসায় ভাসছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম নওগাঁয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা ; মূলহোতাসহ ৩ জন আটক আজ পবিত্র শবে বরাত বোয়ালখালীতে যুবলীগ নেতা আটক

জমকালো আয়োজনে ঐতিহ্যের উদযাপন,কথা ৭১ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
30.9kভিজিটর

চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো অনলাইন কথা ৭১ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। বছরজুড়ে অন লাইন প্ল্যাটফর্মে মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাওয়া কথা ৭১ টিভি, এই বিশেষ দিনটি উদযাপন করল এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে।

অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং কেক কাটার মাধ্যমে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক, শিল্পপতি ও কথা ৭১ টিভির উপদেষ্টা রিয়াজ ওয়াইজ। সভাপতিত্ব করেন এডভোকেট শিমুল কুমার নাথ উপদেষ্টা কথা৭১ টিভি। সূচনা বক্তব্য প্রদান করেন সুমন সেন স্বাগত বক্তব্য রাখেন নিজ্জ্বল সাহা, অনুষ্ঠান পরিচালনা করেন দুর্জয়, অর্পিতা, পারমিতা, বনানী ও সোমা সরকার।
সহযোগিতা করেন জয়ন্তী দেবী, অর্ণব চৌধুরী, শ্রাবণ দে,সোমেন দাশ অংকিতা আচার্য, রুমা দাশ, অর্পিতা চৌধুরী, কৃষ্ণ দাশ,জয়ন্ত পাল রিপন আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন স্নিগ্ধা আচার্য, উপদেষ্টা, কথা ৭১ টিভি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, চেয়ারম্যান, সৃষ্টি ফাউন্ডেশন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন সাহা (পরিচালক, অনলাইন ট্রান্সপোর্ট), কমলেন্দু শীল (সভাপতি, রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ) এবং সঞ্চায়ন নাথ (ফ্লাই ট্রিপ ট্রাভেল এজেন্সি)। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত।

নানা আয়োজনের বৈচিত্র্য

অনুষ্ঠানে ছিল গুণীজন সম্মাননা স্মারক প্রদান, গান, কবিতা, নৃত্য এবং সুর ছন্দ বীণা প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণ। ১৯টি স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিশু শিল্পী পুরস্কার, গুণীজন সম্মাননা, সাদা মনের মানুষ এবং সাংবাদিক সম্মাননা-সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অতিথিরা নিজ হাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বক্তব্য

কথা ৭১ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সজল কুমার নাথ বলেন, “এই অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য কথা ৭১ টিভি পরিবারের সকল সদস্য এবং অংশগ্রহণকারীদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুন প্রজন্মের অবদান আমাদের এই সফলতার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” তিনি আরও বলেন, “এই বর্ষপূর্তির মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। কথা ৭১ টিভি তার সম্প্রদায়ের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকারে আরও শক্তিশালী।”

জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে কথা ৭১ টিভি তাদের চার বছরের যাত্রার উদযাপনকে একটি স্মরণীয় অধ্যায়ে রূপান্তরিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x