যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প

সুবীর দাস নওগাঁ প্রতিনিধি, নওগাঁ 
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
21.1kভিজিটর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে শহরের নওজোয়ান মাঠে জেলা যুবদল উদ্যেগে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, চক্ষু, মেডিসিন, নাক-কান গলা, গাইনী, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন এসব অসহায় দরিদ্র মানুষরা।

এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম-আহ্বায়ক রওশানুল ইসলাম, দেওয়ান মুস্তাকিম আহমেদ, রুবেল হোসেন থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহানুর রহমান গোলাম, ছাত্র দলের সাধারণ সম্পাদক দোহা পৌর যুবদলের সদস্য আবু সালেহ স্নেহ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আগামীতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x