শিরোনাম:
বোয়ালমারীতে ১১৯টি মন্ডপে পূজা অর্চনায় প্রস্তুত, কড়া নিরাপত্তায় প্রশাসন গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা! ১০ গুণ বেশি ব‍্যয়ের আজ একনেকে উঠছে কালুরঘাট সেতু বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি যাত্রী কল্যাণ সমিতি মধুখালীতে শিক্ষায় অনিয়মের তথ্য সংগ্রহ সাংবাদিক লাঞ্ছিত,ঘটনায় আদালতে মামলা নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে গৃহবধূর লাশ উদ্ধার বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা রায়পুরাতে পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়

প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

সুবীর দাস নওগাঁ
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
11.9kভিজিটর

“কারও কাছে প্রভু হবার জন্য আসিনী। সাধারণ মানুষের সাথে থেকে তাদের জন্য কাজ করতে চাই” এমন মন্তব্য করেছেন নওগাঁয় সদ্য যোগদানকৃত জেলা প্রসাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আওয়াল।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ০৪ ঘটিকার সময় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এমন বক্তব্য উপস্থাপন করেন নবাগত এই জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, সব সমস্যা মোকাবেলা এক দিনে সম্ভব নয়, প্রথমে সমস্যা গুলো চিহ্নিতকরণ এবং তা সমাধানে আমাদের কাজ করতে হবে। কারও কাছে প্রভু হবার জন্য আসিনী। সাধারণ মানুষের সাথে থেকে তাদের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, সাংবাদিক জাতির দর্পণ। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার ভুল হলে তা ধরিয়ে দিবেন, আমি তা সংশোধন করে ভালো কাজগুলো যেন করতে পারি এবং জনসাধারণের সব সময় কাছ থেকে তাদের গুরু দ্বায়িত্ব পালন করতে পারি।

এসময়,  নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলা রিপোর্টার্স ইউনিটি নওগাঁ এর সদস্যগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণ করার পাশাপাশি জেলার নানান বেআইনী কার্যকলাপ এর বর্ণনার পাশাপাশি জেলার উন্নয়নের নানান দিক তুলে ধরেন।

জানা যায়, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তার জন্ম রংপুর জেলার  মিঠাপুর উপজেলায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিভাগে অনার্স, মাষ্টার্স করেন এবং ২৫ তম ব্যাচে বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন গৃহিনী, তিনি দুই সন্তানের জনক।

তিনি তার বর্ণাঢ্য জীবনে দুদক সহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন শেষে গত ১৪/৯/২০২৪ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হোন।#

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x