শিরোনাম:
বোয়ালমারীতে ১১৯টি মন্ডপে পূজা অর্চনায় প্রস্তুত, কড়া নিরাপত্তায় প্রশাসন গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা! ১০ গুণ বেশি ব‍্যয়ের আজ একনেকে উঠছে কালুরঘাট সেতু বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি যাত্রী কল্যাণ সমিতি মধুখালীতে শিক্ষায় অনিয়মের তথ্য সংগ্রহ সাংবাদিক লাঞ্ছিত,ঘটনায় আদালতে মামলা নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে গৃহবধূর লাশ উদ্ধার বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা রায়পুরাতে পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়

রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

নরসিংদী জেলা প্রতিনিধি-
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
18.8kভিজিটর

নরসিংদীর রায়পুরার মহাসড়কে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ২ জনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে একটি কাভার্ডভ্যানের চালকের অবস্থা গুরুতর। এ ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে বেলা ৯ টা পর্যন্ত যানবাহনের তিব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ কাজ করে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিডি ফুডের গাড়ির চালক মো ফারুক মিয়া (৩৫)। রংপুরের আজিজুল এর ছেলে। চালককে সহকারী নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুর্শেদ মিয়ার ছেলে আরিফ(২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিডি ফুডের কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল বিপরীত দিক ভৈরব থেকে কোরিয়ার সার্ভিসের অপর একটি কাভার্ড ভ্যান মহাসড়কের মাহমুদাবাদ আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটির সামনের অংশ ভেঙে ধুমড়ে মুচড়ে যায়। এতে বিডি ফুডের কাভার্ড ভ্যানের চালক ভিতরে আটকা পড়ে। এর মধ্যে কাভার্ড ভ্যান চালকের অবস্থা গুরুতর, সহকারীও আহত। গুরুতর আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অপর গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

দূর পাল্লার গাড়ির চালক সুমন মিয়া বলেন,’ সড়কে দূর্ঘটনার কারণে এক ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে রয়েছি।

চালক আব্দুর রাজ্জাক বলেন, বিডি ফুডের গাড়ির চালক ও সহকারী গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই খারাপ।

ভৈরব হাইওয়ে থানার সাব ইনস্পেক্টর মো বাবুল মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল এসে যানজট নিরসনে কাজ শুরু করি। জানতে পারি একটি গাড়ির চালক ও তার সহকারী আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ৯ টা নাগাদ যানজট নিরসন হয়। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে বসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x