ইবি প্রতিনিধি: হার্ট অ্যাটাকে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যৈষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদ। বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, অধ্যাপক মুঈদ রাত ৮টার দিকে হার্ট এ্যাটাক করেন। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বলেন, মুঈদ স্যার বাড়িতেই মারা গেছেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছেন তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
অধ্যাপক মুঈদের বিষয়ে তিনি বলেন, তিনি আমাদের বিভাগের সিনিয়র অধ্যাপক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। দোয়া করি, আল্লাহ যাতে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আবির হোসেন:
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মোবাইল: ০১৬১১১০৪০৮৬
তারিখ: ১১.০৯.২৪ইং
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.