শিরোনাম:
এম পির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা বোয়ালমারীর ডিজিএম জানেননা বিদ্যুতের কি অবস্থা, ৬০ ঘন্টা বিদ্যুতহীন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

আমতলীতে আইসিভিজিডি প্রকল্পে কর্মকর্তার অর্থ আত্মসাৎ ।

মেহেদী হাসান স্টাফ রিপোর্টার (আমতলী বরগুনা) :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
26.8kভিজিটর


আমতলী উপজেলার অসহায় হতদরিদ্র উন্নয়ন প্রকল্পের আইসিভিজিডি প্রকল্পের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।

জানা যায়,বরগুনা আমতলী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পিছিয়ে পড়া অসহায় হতদরিদ্র নারীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে গত ৫ নভেম্বর ২০২৩ সালে আইসিভিজিডি ১বছর মেয়াদী টিএমএমএস’র বাস্তবায়নে প্রকল্পের কাজ শুরু হয়।

প্রকল্প পরিচালনায় উপজেলায় ( এলএফ) হিসেবে মাঠে ১১জন কর্মী নিয়োগ দেওয়া হলেও বাস্তবে মাঠে (৬)জন এলএফ কে দিয়ে প্রকল্প পরিচালনা করে থাকে।
নানান অনিয়ম আর নিয়োগ বানিজ্যের মাধ্যমে প্রকল্পের শুরু হলেও কেউ ভয়ে মুখ খোলেনি।
ঘুষের বিনিময় এলএফ ও ট্রেইনার পদে অযোগ্য লোক নিয়োগ।

কাগজ কলমে( ১১)জন এলএফ নিয়োগ দেখিয়ে মাঠে(৬) জন এলএফ দিয়ে কাজ করিয়ে বাকি ( ৫)এলএফ এর ভূয়া পদ দেখিয়ে র্অর্থ আত্মসাত।
বিষয়টি জানাজানি হলে চলতি মাসের ৫তারিখ( ৫)এলএফ দের বদলি দেখিয়েছেন।

এল এফ সোহানুর রহমান নামে একই ব্যক্তিকে পলাশ নামে আলাদা ব্যক্তি দেখিয়ে ট্রেইনার পদে ভূয়া নাম দিয়ে অর্থ আত্মসাত।

আইসিভিজিডি প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সুবিধা দিবে বলে বিনিময়ে তাদের কাছ থেকে ঘুষ গ্রহনের অভিযোগ রয়েছে।

সুবিধাভোগী সদস্যের কাছ থেকে আর্থিক অনুদান দেয়ার কথা বলে ১হাজার ,পাশ বই বাবদ ১শ’ ,হেপী ট্যাপের কথা বলে জন প্রতি ১শ ৫০টাকা হিসাবে সমিতির ১হাজার ৩শ ৯৩ সুবিধাভোগীদের সদস্য প্রতি ১হাজার ২শত ৫০টাকা আত্বাসাত করেছে কর্মকর্তারা।
সমুদয় টাকা টিএমএসএসের কর্মকর্তাদের বরাত দিয়ে এল,এফ জুলিয়া ও মালাসহ টিএমএসএস’র কর্মকর্তাদের যোগসাজশে সদস্যের লক্ষ লক্ষ টাকা আত্বসাত ও নিয়োগ বানিজ্য করেন।

আমতলী সদর ইউনিয়নের আইসি ভিজিডি সমিতির সুবিধাভোগী খালেদা বলেন, আমাদের সমিতির জুলিয়া আপা সদস্যের কাছ থেকে অনুদান, পাস বই, হ্যাপি টেপ বাবদ ১হাজার ২শ ৫০টাকা নিয়েছেন। যখন যেখানে টাকা দিতে বলত আমরা দিয়ে দিতাম।

নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রকল্পের কর্মরত এক ব্যক্তি জানান,এখানে ব্যাপক অনিয়ম আর দূর্নীতি হয়েছে।এর প্রতিবাদ করলে আমাকে চাকরিচ্যুত সহ ভয় ভীতি দেখান।তিনি আরো বলেন এ অনিয়মের পেছনে বড় কর্মকর্তা জড়িত রয়েছেন।

এ অভিযোগের বিষয়ে আমতলী উপজেলা কো-অর্ডিনেটর(L.F.D.C)মো:আলআমিন বলেন,এ প্রকল্পে অনিয়ম করার কোন সুযোগ নেই।
আইসিভিজিডি প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন,আমরা স্বচ্ছতার সাথে কাজ করি।কেউ ঘুষ দূর্নীতির সাথে জড়িত থাকার প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, কোন কর্মকর্তা ঘুষ দূর্নীতির সাথে জড়িত থাকার প্রমান পেলে তদন্ত সাপেক্ষে তাকে চাকরিচূত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x