শিরোনাম:
হিজলায় বিএনপি’র সংবাদ সম্মেলন। কালুরঘাট সেতুসহ ২৪ হাজার ৪১৩ কোটি টাকায় অনুমোদন বোয়ালমারীতে ১১৯টি মন্ডপে পূজা অর্চনায় প্রস্তুত, কড়া নিরাপত্তায় প্রশাসন গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা! ১০ গুণ বেশি ব‍্যয়ের আজ একনেকে উঠছে কালুরঘাট সেতু বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি যাত্রী কল্যাণ সমিতি মধুখালীতে শিক্ষায় অনিয়মের তথ্য সংগ্রহ সাংবাদিক লাঞ্ছিত,ঘটনায় আদালতে মামলা নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

বন্যার্তদের জন্য নিয়ামতপুরে চার দিনে চার লক্ষ টাকার অর্থ সংগ্রহ

নাহিদ হাসান নওগাঁঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
22.6kভিজিটর

দেশে চলমান আকর্ষিত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ত্রাণ ও পূর্ণবাসনের লক্ষ্যে সারা- দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গত চার দিনে ৪ লক্ষ টাকার বেশি অর্থ সংগ্রহ করেছেন শিক্ষার্থী,গ্রামবাসী ও রোভার স্কাউট সদস্য এবং আমরা নিয়ামতপুরবাসী গ্রুপের ব্যানারে প্রশাসনের সহযোগিতায় একদল তরুণ সচেতন শিক্ষার্থীরা।

বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গত চার দিনে আমরা নিয়ামতপুরবাসী গ্রুপ ও রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় নিয়ামতপুরের ৮ টি ইউনিয়ন থেকে ৩ লাখ ১৯ হাজার ৪৬ টাকা ও ৩ মন চাল উপজেলা নির্বাহী অফিসে জমা দেওয়া হয়েছে। সেখানে একত্রে রোভার স্কাউট সদস্যরা গত দুই দিনে জমা দিয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৩০৪ টাকা।

এছাড়াও উপজেলার চন্দননগর ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীরা গত চার দিনে বিভিন্ন গ্রাম,স্কুল,কলেজে এবং বাজার থেকে ১ লক্ষ ১১ হাজার ১৮৫ টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশন পাঠিয়েছেন।

এ ছাড়াও উপজেলার বুধুরিয়া নামক একটি গ্রাম থেকে গ্রামবাসি সকলে একত্রে ২০ হাজার ৫৩৫ টাকা উত্তলন করে প্রধান উপদেষ্টার ব্যাংক একাউন্টে পাঠিয়েছেন।

এ সময় আমরা নিয়ামতপুরবাসী গ্রুপের অন্যতম সদস্য ওয়ালিদ হাসান এর সঙ্গে মুঠোফোনে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন,দেশের প্রায় ১২ টি জেলা পানি বন্দী অবস্থায় রয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আর সেই লক্ষ্যেই প্রশাসনের সহযোগিতায় আমরা গত চার দিন থেকে বন্যার্তদের ত্রাণ সামগ্রী ও পূর্ণবাসনের জন্য সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে অর্থ সংগ্রহ করছি। বিপুল সংখ্যক মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা একটা মোটা আঙ্কেল এমাউন্ট ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসে জমা দিয়েছি। আগামীতেও দেশ সংস্করণের কাজে আমরা সকলে এভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। আমরাই তৈরি করব সোনার বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x