শিরোনাম:
এম পির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা বোয়ালমারীর ডিজিএম জানেননা বিদ্যুতের কি অবস্থা, ৬০ ঘন্টা বিদ্যুতহীন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

ছাত্রদলকে মাঠে নামালো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রার্থীরা

ইবি প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
24.8kভিজিটর


অভিভাবকহীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভিসি হিসেবে নিয়োগ পেতে তোড়জোড় শুরু করেছেন নিজ ক্যাম্পাসসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এরমধ্যে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ইবিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসের ভিসি প্রার্থীরা ছাত্রদলকে নামিয়ে মাঠ গরম করছেন বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যায় তারা ছাত্রদলকে দিয়ে নিজ ক্যাম্পাস থেকেই ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন করিয়েছেন বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ বাগাতে ইতোমধ্যে তোড়জোড় শুরু করেছেন নিজ ক্যাম্পাসের বিএনপন্থী ৭ শিক্ষক। এছাড়া অন্যান্য ক্যাম্পাসের শিক্ষকরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এর মধ্যে আলোচনার শীর্ষে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। শনিবার দুপুরে তিনি ইবিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপরই ইবি ক্যাম্পাস থেকে ভিসি হতে দৌড়ঝাঁপ করা বিএনপিপন্থী শিক্ষকরা কৌশলে ছাত্রদলকে মানববন্ধনে নামিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন। অন্য ক্যাম্পাসের কোনো শিক্ষককে ইবির ভিসি হিসেবে নিয়োগ দিতে নারাজ তারা।

ইবির ভিসি প্রার্থী বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যে এর কলকাঠি নাড়ছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। তাদের কথামতোই ছাত্রদলের নেতারা স্থানীয় শেখপাড়া এলাকা থেকে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এনে এ মানববন্ধন করিয়েছে বলে অভিযোগ রয়েছে। মানববন্ধনে চার পাঁচজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ছাড়া প্রায় পঞ্চাশ জন বহিরাগত স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের অংশ নিতে দেখা যায়।

মানববন্ধনে তারা বলেন, আমরা শিক্ষার্থীবান্ধব ভিসি চায়। বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে উড়ে আসে জুড়ে বসা কাউকে আমরা ভিসি হিসেবে দেখতে চাই না। আমরা নিজ বিশ্ববিদ্যালয় থেকেই সৎ ও যোগ্য কোনো শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x