শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের চট্টগ্রামে গ্যারেজে আগুন ৩৪টি গাড়ি পুড়ে ছাই বোয়ালখালীতে শিশুর মৃত্যু গোয়াইনঘাট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বহিরাগত শ্রমিক দিয়ে বালু পাথর লুটের পাঁয়তারা হিজলায় শহীদ জিয়া স্মৃতি ডিগ-বার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।  গঙ্গাচড়ায় গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ, আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন চট্টগ্রামের পুলিশ সুপার আবু সায়েম সাংবাদিক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি! সুনামগঞ্জে ছোট ভাই নুরুল ইসলামের কাছে প্রতারিত হলেন এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ৪ বোন কিশোরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় আলোচনা সভা ১০ টাকা নিয়ে তর্কাতর্কি, ব্যবসায়ীর মাথায় আঘাত

বোয়ালখালী উপজেলা পরিষদে তিন জনই নতুন মুখ

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
26.0kভিজিটর

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনে ৩ জন নতুন মুখের জয় হয়েছে। বর্তমান চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম রাজাকে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হক। সহকারী রিটার্নিং কর্মকর্তা মঈনুল হক কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার ৮৬টি কেন্দ্রে হেলিকপ্টারের প্রতীকের মোহাম্মদ জাহেদুল হক পেয়েছেন ৩০ হাজার ৫শত ৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোহাম্মদ শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট, দোয়াত কলম প্রতীকের মো. রেজাউল করিম ১১ হাজার ৫৩৭ ভোট, মোটর সাইকেল প্রতীকের মো. নুরুল আমিন চৌধুরী ৯ হাজার ২শত ৫১ ভোট, ঘোড়া প্রতীকের মোহাম্মদ শফিউল আলম ৫ হাজার ৩ শত ৬১ ভোট, কাপ পিরিচ প্রতীকের এস এম সেলিম ৮৩৪ ভোট এবং টেলিফোন প্রতীকের এস এম নূরুল আলম ৪৭৫ ভোট পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল) ৩১ হাজার ৩শত ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (তালা) পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৫৮ ভোট, রিদওয়ানুল হক (চশমা) ১২ হাজার ৮ শত ৭৬ ভোট, সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ) ১২ হাজার ৩ শত ৭১ ভোট এবং শফিকুল আলম (টিয়া পাখি) ৫ হাজার ৩ শত ৭৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছামৎ উম্মে সালমা (ফুটবল) প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীমা আরা বেগম (প্রজাপতি) ২৮ হাজার ৪ শত ১ ভোট এবং মর্জিনা বেগম (কলস) ১৫ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন।
উল্লেখ, বোয়ালখালীর ৮৬টি কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ৩৬০ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৬ শত ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x