গোপালগঞ্জ পুলিশ সুপার প্রচন্ড গরমে পথচারীদের পানীয় স্যালাইন বিতরণ।

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
38.7kভিজিটর

গোপালগঞ্জ পুলিশ সুপার গোপালগঞ্জে প্রচন্ড দাবদাহে জেলা সদরের সড়কে যাতায়তকারী রিকসা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানাতে রাস্তায় নামলেন পুলিশ সুপার আল বেলী আফিফা।তিনি মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় বঙ্গবন্ধু সড়কে দাড়িয়ে ওই সড়কে চলাচলকারী রিকসা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের হাতে একটি করে মিনারেল ওয়াটার ও মুখে খাওয়া স্যালাইন বিতরন করেন।

যাতে তারা মিনারেল ওয়াটার ও স্যালাইন খেয়ে কিছু সময়ের জন্য হলেও প্রচন্ড দাবদাহের মধ্যেও কাজ করতে পারেন। পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, লুতফুল কবীর চন্দন, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুনর রশীদ, সার্জেন্ট কামরুল ইসলাম উপস্থিত থেকে কয়েক’শ পথচারীর মাঝে পানি.স্যালাইন বিতরন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x