গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে চার সন্তানের জননী স্ত্রী রিনা মন্ডলকে (৫৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে । ঈদেও তৃতীয় দিন শনিবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি গ্রামে এ ঘটনা ঘটে ।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে । এ ঘটনায় স্বামী কৃষ্ণ মন্ডল পলাতক রয়েছে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী কৃষ্ণ মন্ডল প্রায় তার স্ত্রী রিনা মন্ডলকে মারধর করতো । এরই জেরে ঈদেও পরের দিন শুক্রবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয় ।
এক পর্যায় স্বামী কৃষ্ণ মন্ডল নৌকার বৈঠা দিয়ে স্ত্রী রিনা মন্ডলকে মারপিট করে । পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসে । পরে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে রিনা মন্ডল মারা যায় ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । মরদেহের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে ।