বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য সামনে রেখে বোয়ালমারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে।
এ মেলায় নানা তথ্য উপাত্ত নিয়ে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ৮টি স্টল প্রদর্শন করেছেন।
প্রধান অতিথি থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কৃষিবিদ এস এম রাশেদুল হাসান প্রমুখ।