ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পেশাগত দায়ীত্ব পালনকারী কাজী কামরুল ইসলামের এর জন্মদিন পালিত হয়েছে।গত পহেলা জানুয়ারি (সোমবার) প্রেসক্লাব আলফাডাঙ্গা অস্হায়ী কার্যালয় চৌরাস্তায় রাতে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হয়।
তিনি কাশিয়ানী উপজেলার দৈনিক ঢাকা টাইমস ও দৈনিক একুশের বানী আলফাডাঙ্গা প্রতিনিধি হিসাবে কাজ করছেন এবং সাধারণ সম্পাদক, টগরবন্দ ইউনিয়ন আওয়ামিলীগ, আলফাডাঙ্গা উপজেলা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল ও পরিচালনায় সাধারণ সম্পাদক তন্ময় উদ্দৌলা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, আলফাডাঙ্গা সাবেক উপজেলা ভাইচ-চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ারা সালাম,প্রেসক্লাব আলফাডাঙ্গা সহ- সভাপতি সৈয়াদা নাজনীন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব,অর্থ বিষয়ক সম্পাদক নাঈম হাসান,প্রেস আলফাডাঙ্গা কার্যকারী সদস্য মামুন অর রশিদ,সাধারণ সদস্য ফেরদৌস খান এবং সুধী জন।