ফরিদপুরের বোয়ালমারীতে একটি পরিত্যক্ত বাগান থেকে ড্যামেজ গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার রাজাপুর গ্রামের একটি বাগান থেকে গুলির বক্সসহ গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত বাগানের গাছ কাটার জন্য গাছের গোড়া খুঁড়লে একটি বাক্স দেখতে পায়। সে বাক্সটা উদ্ধার করে পুলিশ খবর দেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে বাক্স ও ৩৪০ রাউন্ড ড্যামেজ গুলি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকরা গাছ কাটার সময় মাটির নিচে গুলির বাক্স পান। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে থ্রি নট থ্রি রাইফেলের ৩৪০ রাউন্ড ড্যামেজ গুলি ও পুরাতন বাক্স জব্দ করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।