চট্টগ্রামের বোয়ালখালী কর্ণফুলী নদীর কালুরঘাটে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবের কারণে গতকাল শুক্রবার পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর রাত ১১টা থেকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফেরির ইজারাদার কর্তৃপক্ষ।
গতকাল (১৭ নভেম্বর) শুক্রবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফেরি পারাপার বন্ধ ছিল। এসময় নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকা পারাপারও বন্ধ ছিল বলে জানা যায়। রাত ১১টা থেকে আবারো ফেরি চলাচল শুরু হয়। রাত ১১টার পর কিছু কিছু নৌকা পারাপার হলেও শনিবার সকাল থেকে পুরোদমে নৌকা চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।
ফেরির ইজারাদার মনছুর আলম পাপ্পী বলেন, ঘূর্ণিঝড় মিধিলির কারণে গতকাল শুক্রবার কয়েক ঘণ্টা ফেরি বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে রাত ১১টা থেকে আবারো ফেরি চলাচল স্বাভাবিক হয়।