তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে মোটর চুরির হিড়িক পড়েছে। গত দুই সপ্তাহে বেলকুচি থেকে ১৪ টি ও এনায়েপতপুর থেকে ২৩ টি চায়না পাওয়ারলুমের মোটর চুরি হয়েছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।
এদিকে রোববার দুপুরে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোটর চুরির সাথে জড়িত মুলহোতা সহ ৫ চোরকে আটক করা হয়েছে। এসময় চোরাইমাল বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। চুরি হওয়া পাওয়ারলুম মটরের ৩২ কেজি তামার তার উদ্ধার করা হয়। এবং চোরাই মাল ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়। আটকারিরা হচ্ছে আসামি,১। হামিদুল ইসলাম ওরফে আরিফ (২৪) পিতা দিন মোহাম্মদ গাদু,মাতা:রানী খাতুন সাং রুপনাই পুর্ব পাড়া, থানা এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ।
২। আকাশ (২৩) পিতা: জসিম উদ্দিন,মাতা: মায়া বেগম সাং বেগমগঞ্জ,থানা: সোনাইমুড়ী, জেলা -নোয়াখালী ৩। ইব্রাহীম (২২) পিতাঃ মৃত্যু শুকুর আলী,মাতাঃ সেলিনা খাতুন থানা- এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ,৪। আনোয়ার হোসেন (২২)পিতাঃ মফিজুল ইসলাম,মাতাঃ আনজুয়ারা খাতুন,সাং- চরচালা,থানা- বেলকুচি, জেলা সিরাজগঞ্জ,৫। আব্দুল মান্নান(৫০),পিতাঃ মৃত্যু লতিফ হোসেন,মাতাঃ জাবেদা খাতুন,সাং-ফুলতলা,থানা- দোসর,জেলা- বাঁকা। উক্ত ঘটনায় মোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয় । তাদের আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, কয়েক মাস ধরে চোর চক্রটি মুল্যবান মোটর চুরি করে নিয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি আতঙ্কে রয়েছেন। এদিকে ১৭ সেপ্টেম্বর রাতে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের কড়িতলা মহল্লার শওকত আলী ও শহিদুল ইসলামের তাঁতকারখানায় চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্র দুই সহোদরের কারখানা থেকে চায়না পাওয়ারলুমের মুল্যবান ২৩টি মোটর চুরি করে নিয়ে যায়। প্রতিটি মোটরের মুল্য ১২-১৫ হাজার টাকা। এছাড়া এর আগের সপ্তাহে খামার গ্রাম কলেজ পাড়ার পশ্চিমে হাজী আবু তারা মিয়ার কারখানা সহ খুকনী, আটার দাগ, বেলকুচির তামাই এলাকা থেকে মোটর চুরির ঘটনায় ব্যবসায়ীরা চরম আতঙ্কিত। এদিকে বেলকুচি উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল বাকি জানান, কিছু দিন আগে বেলকুচি থানা সদরের অদুরে করোতোয়া কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
এছাড়া আমাদের নিজস্ব তাঁত কারখানা থেকে মোটর চুরির ঘটনা সহ বেলকুচি ও এনায়েতপুরের মোটর চুরির হিড়িক পড়েছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, চুরির ঘটনাস্থল পরিদির্শন করা হয়েছে। এছাড়া চোরদের গ্রেফতারে নিয়মিত টহল দেয়া হচ্ছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.