শিরোনাম:
ভূল্লীতে সাংবাদিকের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ। ঝালকাঠিতে শত পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন। প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া বিভাগ উদ্বোধন। বিনামুল্যে ছাগল-বেড়ার টিকা প্রদান ক্যাম্পেইন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার বাংলাদেশ এগিয়ে যাবে : আশিকুর রহমান খান সবুজ দুই প্রান্তেই পাকা পিচঢালা রাস্তা মাঝ খানে এক কিলোমিটার পাকা নেই। ঝালকাঠিতে অবৈধভাবে সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড। গংগাচড়ায় ঘাঘট নদীর ভাঙ্গনে দিশাহারা গ্রামবাসী। ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত। ঈদে মিলাদুননবী (স.) ও শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মুখোশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
16.8kভিজিটর

মুখোশ কবি কবি বলে সবার ধরিয়েছে মাথায় জ্বালা,

কবিতার নামে প্রলাপ বকে মুখোশ পড়া শালা।

নচ্ছার শালা নেশার ঘোরে উল্টোপাল্টা বলে,

যা শুনিয়া সর্বজনের ঠান্ডা মগজ জ্বলে।

কবিতার নামে করে যায় নারীকুলের অপমান নজরুল,রবী নাকি কবি নন,

উনিই বড় বুজুর্গান!

মুখোশ পড়া পাগল শালার চরিত্র বেজায় কামুক মুখোশ খোলার অভিযানে,

তার জায়গাটা নামুক।

দুষ্টু তাহার চোখের চাওয়ায়,সাক্ষী দিছে তার উর্ধ্বমুখী গোঁফ,

গুচ্ছদাঁড়ির কপটাচারীরতে ফেলায় নারীর উপর টোপ।

কে জানে কোন আশীর্বাদে হয়েছে ভোঁতা মাস্টার

পড়ানোর নামে ইচিংবিচিং ঝাড়ে তার লুচ্চাচার।

আরও অনেক শিক্ষক আছে আমাদের মাথার তাজ,

আইরোনিতে ধুয়ে দেয় তাদের মনে লাগে বড় আঁচ।

শিক্ষার নামে ভন্ডামী,পরনিন্দায় যাচ্ছে সময় বেশ,

আক্ষেপে আজ ঝাড়ছি আমি, ঝাড়ছি সব লেশ।

তাহার কাছে বাকি পন্ডিতেরা বালির মতো তুচ্ছ,

বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে তা বলছে গোঁফপুচ্ছ। আহারে সবার বিজ্ঞ কবি!

বলতে লাগে ভারী কবিতার নামে চিবিয়ে খাচ্ছে নিত্য কতো নারী।

অহংকারের দর্পে রটায় কতো মুখরোচক মিথ্যে,

কলপ পড়ে সত্য ঢাকায়,তাই সয়লাভ তাহার ভৃত্যে।

আর কতকাল চলবে এসব জংলী অনাচার?

শক্ত হাতে হঠাও এসব,হঠাও অধম- নির্লজ্জ- জানোয়ার।

(শাফাত..) ইংরেজি বিভাগ কুড়িগ্রাম সরকারি কলেজ।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x