শিরোনাম:
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গংগাচড়া শ্রেষ্ঠ পদক প্রাপ্ত ইউএনও’র নানা উদ্যোগ নিয়মনীতির তোয়াক্কা না করেই অবাধে তৈরি হচ্ছে অবৈধ অটোরিকশানিজস্ব প্রতিবেদক: পুর্বাচল উপশহরে বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী। ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দীন আহমেদ স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি। নিয়ামতপুরে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের শান্তি সমাবেশ কর্মসূচি পালন। ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজ ছাত্র উদ্ধার। রাজাপুরে কর্দমাক্ত কাচা রাস্তা পাকা করণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। ৪২ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যে ফেঁসে যাচ্ছে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক-(পর্ব ১) গংগাচড়ায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ও সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন সম্মেলনের সমাপনী ঝালকাঠিতে হত্যার উদ্দেশ্যে যুবককে কুপিয়ে আহত গ্রেফতার-১

পবিত্র রমজানে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় বরিশালে সাইকেল উপহার পেলো ১৭০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
9.5kভিজিটর

বরিশালে পুরো রমজান মাসজুড়ে জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার দেয়া হয়েছে। গতকাল নগরীর শহীদ মিনারে ১৬ নং ওয়ার্ডের ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ লাগবে। আর সোনার মানুষ গড়তে হলে শুধু পরিবারই নয়, স্ব স্ব স্থান থেকে সকলের একটি দায়িত্ব রয়েছে। সেটি যথাযথভাবে পালন করতে হবে। বাচ্চাগুলোকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে এরাই সোনার মানুষ হয়ে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়ন করবে। এসময় তিনি বলেন, রাজনীতি করতে গেলে ভুল হতেই পারে। মানুষ মাত্রই ভুল। ভুলটি বুঝতে পেরে সেটিও সংশোধন করাও একটা দায়িত্ব।

আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি মানুষের সেবা দেয়ার। রাজনীতি করা মানেই সেবকের দায়িত্ব পালন করা। চেষ্টা করেছি সে দায়িত্বটুকু পালন করার। আর আমার কর্মীরাও সেবক হয়ে মানুষের পাশে থাকবে। আমাদের বরিশাল মহানগরের একটি রাজনৈতিক একটা শক্তি আছে।

সেই শক্তিকে যদি ঠিকভাবে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিয়োজিত করতে পারি তবে সেটাই হবে জাতির পিতার স্বপ্ন ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার যে দিক নির্দেশনা সেটিকে বাস্তবায়ন করা। অনুষ্ঠানে মহতী এ কর্মসূচীর আয়োজক ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাজিব হোসেন খান ও তার পরিবারের ভূয়সী প্রশংসা করেন মেয়র সাদিক।

কাউন্সিলর মো. রাজিব হোসেন খান বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইয়ের নির্দেশনায় এমন উদ্যোগ নেয়া হয়েছে। সকল শিক্ষার্থীদের জামাতের সহিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতেই মূলত এই আয়োজন করা হয়েছিল। তাছাড়া শিশুদের মাঝে যে হারে মোবাইল ফোন আশক্তি বেড়েছে, মাদকের যে ভয়াবহতা বেড়েছে, তা থেকে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের দুরে রাখতেই এই আয়োজন করা। রাজিব আরো বলেন, মাঝে সিটি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ব্যস্ততায় সাইকেল বিতরণ করা সম্ভব হয়নি।

এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কটু কথাও শুনতে হয়েছে। অবশেষে সাদিক আবদুল্লাহ ভাইয়ের সহযোগিতায় সাইকেল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আমার কাউন্সিলরের মেয়াদ রয়েছে। যদি আবার কোন দিন ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পাই তাহলে আরো ভালো কিছু করবো। এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন ও ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরাসহ কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রমজানে মাস জুড়ে জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে সকল স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে সাইকেল উপহার দেয়ার ঘোষণা দেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব। পরে এ সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দেয়া হয় পুরো ১৬ নং ওয়ার্ড জুড়ে। সে অনুযায়ী ১৬নং ওয়ার্ডের শিক্ষর্থীরাও নগরীর ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় শুরু করে। এর আগে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জন্মনিবন্ধনের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি ও পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি দিয়ে ১৭০ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x